ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ .

ঢাকা: সপ্তম ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ ল’ইয়ার্স ক্রিকেট দল।

নিউজিল্যান্ডে শুরু হওয়া ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শ্রীলঙ্কাকে  ৯০ রানে পরাজিত করেছে। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) দলের প্রথম খেলায় কমনওয়েলথ একাদশের বিরুদ্ধে বাংলাদেশ আট উইকেটের জয় পেয়েছিলো।

বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ১৯৪ রান করে। অপরদিকে সব উইকেট হারিয়ে ১০৪ রান করে শ্রীলঙ্কা।

তিনটি উইকেট ও ১১ রান পেয়ে ম্যান অব দ্য ম্যাচ  হয়েছেন বাংলাদেশ ল’ইয়ার্স ক্রিকেট দলের সহ-অধিনায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী একরামুল হক টুটুল। ম্যাচে সব্বোর্চ রান ৫৮ পেয়েছেন বাংলাদেশের দলের অধিনায়ক চঞ্চল মুখার্জি। .নিউজিল্যান্ডের হ্যামিলটন শহরে অনুষ্ঠিত এ বিশ্বকাপে অংশ নিয়েছে আটটি দল। আগামী ৯ জানুয়ারি বিশ্বকাপ সমাপ্ত হবে।

ইন্টারন্যাশনাল ল‘ইয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ল’ ইয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ বিশ্বকাপের আয়োজনে করে।

এর আগে ২০০৭ ও ২০১৩ সালে ভারতে, ২০০৯ সালে ইংল্যান্ডে, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজে এবং ২০১৫/১৬ সালে অস্ট্রেলিয়ায়, ২০১৭ সালে শ্রীলঙ্কায় এ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।