ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইন্ডিপেন্ডেন্স কাপ: দক্ষিণাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
ইন্ডিপেন্ডেন্স কাপ: দক্ষিণাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের আসরের পর এবার ওয়ানডে ফরম্যাট ইন্ডিপেন্ডেন্স কাপের শিরোপাও জিতলো ওয়ালটন মধ্যাঞ্চল।

আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে জিতেছে মধ্যাঞ্চল।

ফলে ঘরোয়া ডাবল জিতল দলটি।

দক্ষিণাঞ্চলের দেওয়া ১৬৪ রানের টার্গেটে মধ্যাঞ্চল পৌঁছে যায় ৪২ দশমিক ৩ ওভারে, ৪ উইকেট হারিয়ে। আল আমিন ৫৩ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ৩৩ রানে অপরাজিত থাকেন।  

রান তাড়া করতে নেমে ৭৬ রানে ৪ উইকেট হারিয়েছিল মধ্যাঞ্চল। এরপর ৮৮ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মোসাদ্দেক-আল আমিন। ওপেনার মিজানুর রহমান ৩৯ ও সৌম্য সরকার ২১ রান করেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মধ্যাঞ্চলের বোলিং তোপে ১৬৩ রানে গুটিয়ে যায় দক্ষিণাঞ্চলের ইনিংস। দক্ষিণাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন পিনাক ঘোষ। এছাড়া নাহিদুল ইসলাম ৩১, অমিত হাসান ২৯ ও এনামুল হক বিজয় ২০ রান করেন। মধ্যাঞ্চলের পক্ষে দুইটি করে উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, হাসান মুরাদ, নাজমুল ইসলাম অপু ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ।

ম্যাচ ও টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন মোসাদ্দেক হোসেন।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।