ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে করোনার হানা, আক্রান্ত ভারতের ছয়জন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে করোনার হানা, আক্রান্ত ভারতের ছয়জন

করোনা ভাইরাস এবার হানা দিয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের এবারের আসরে ভারতীয় যুবা দলের ছয়জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, আরটি-পিসিআর টেস্টের পরে সিদ্ধার্থ জাদবের পাশাপাশি ইয়াশ ডুল, আরাধ্য যাদব ও এসকে রশিদের কোভিড পজিটিভ এসেছে। মানব পরাগ ও ভাসু ভাটের কোভিড নেগেটিভ আসলেও লক্ষণ থাকায় আইসোলেশনে রয়েছেন তারা।

এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘ম্যানেজমেন্ট ও কোচিং প্যানেলের সহায়তায় বোর্ড খুব ভালোভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। করোনায় আক্রান্ত সবাই আইসোলেশনে রয়েছে এবং বিসিসিআই মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আছে। ’

তারৌবাতে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলের করোনা আক্রান্ত ছয়জনের কেউই থাকবেন না দলে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৫ রানে জয়লাভ করেছিল তারা।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।