ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে চট্টগ্রাম ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেহেদি মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২১ জানুয়ারি) টস জিতে মেহেদি মিরাজদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন বরিশালের অধিনায়ক সাকিব।

ব্যাট করতে নেমেই প্রথম বলেই ছক্কা হাঁকান চট্টগ্রামের ওপেনার কেনার লুইস। দ্বিতীয় বল ঠেকিয়ে দিলেও তৃতীয় বলে নাইম ইসলামের বলে ফের ছক্কা হাঁকাতে গিয়ে উইকেট হারান ক্যারিবিয় এই ব্যাটার। ৬ রানেই বিদায় নেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভারে ১ উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ ৯ রান।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, জ্যাক লিনটট, নাঈম হাসান ও সালমান হোসেন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: কেনার লুইস, শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাসুম আহমেদ।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।