ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মাঠে ফিরেই মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, অক্টোবর ১৮, ২০২২
মাঠে ফিরেই মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি

জাতীয় লিগজুড়ে বোলারদের দাপট। প্রতিপক্ষও গুটিয়ে গিয়েছিল অল্প রানে।

কিন্তু দীর্ঘদিন পর মাঠে ফেরা মুশফিকুর রহিম থাকলেন ব্যতিক্রম, করলেন দুর্দান্ত সেঞ্চুরি। দলকেও নিয়ে গেছেন নিরাপদ দূরত্বে।

চট্টগ্রামে ঢাকা মেট্রোর বিপক্ষে দাপট দ্বিতীয় দিন শেষে দাপট দেখাচ্ছে রাজশাহী বিভাগ। ১৩৪ রানেই প্রথম ইনিংসে অলআউট হয় ঢাকা মেট্রো। রাজশাহীর হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৪২ বলে ১০৮ রানের অপরাজিত আছেন মুশফিক। ইনিংসে মাত্র ছয়টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

দিন শেষে ক্রিজে থাকা আরেক ব্যাটার ফরহাদ রেজা করেছেন ৫৭ রান। ১৯৯ রানের লিড নেওয়া রাজশাহীর সংগ্রহ ৬ উইকেটে ৩৩৩।

কক্সবাজারে টায়ার টু’য়ের আরেক ম্যাচে দিনের প্রথম সেশনেই বরিশাল অলআউট ২৪৮ রানে। সর্বোচ্চ ৭৯ রান  আসে সালমান হোসেনের ব্যাটে। বল হাতে জাদু দেখান খুলনার মেহেদী হাসান; ৪৫ রান খরচায় তুলে নেন ৪ উইকেট।

জবাব দিতে নেমে ১৬৯ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে খুলনা। ইমরুল কায়েস, বিজয়দের ব্যর্থতার দিনে লড়লেন কেবল নাহিদুল ইসলাম। ৮৮ রান নিয়ে নাহিদুল অপরাজিত। এখনও তারা পিছিয়ে আরও ৭৯ রানে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।