ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বদলে গেল বাংলাদেশ-ভারত সিরিজের সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
বদলে গেল বাংলাদেশ-ভারত সিরিজের সূচি

বদলে গেল ভারত-বাংলাদেশ সিরিজের জন্য পূর্ব ঘোষিত সূচি। ১ ডিসেম্বর তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পূর্ণ শক্তির ভারত।

তিন ম্যাচ ওয়ানডের সবগুলো ঢাকায় ও একটি টেস্ট ঢাকায় হওয়ার কথা ছিল। বাকি থাকা একটি টেস্ট হতো চট্টগ্রামে।  

বদলে যাওয়া সূচি অনুযায়ী তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, প্রথম টেস্টও সেখানে। ৪, ৭ ও ১০ ডিসেম্বর ওয়ানডে ম্যাচগুলো মাঠে গড়াবে। প্রথম দুইটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৮ ডিসেম্বর চট্টগ্রাম পৌঁছে ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দু্ই দল।

১৪ ডিসেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে প্রথম টেস্টে। এরপর ঢাকায় ২২ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।

ওয়ানডে ম্যাচ তিনটি শুরুর হবে দুপুর ১২ টায়। তবে টেস্ট ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯ টায়। সূচি অনুসারে ২৭ ডিসেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে ভারতীয়দের।

বাংলাদেশ সময় : ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।