ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মুরগির ওজন বাড়াতে অভিনব কারচুপি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
মুরগির ওজন বাড়াতে অভিনব কারচুপি! মুরগির দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

চট্টগ্রাম: জীবন্ত মুরগি ওজন করার সময় লাফালাফি করে। তাই ব্যবহার করা হয় লোহার খাঁচা।

সেই খাঁচার নিচে গোপনে বেঁধে রাখা হয় রশি। সেই রশি ক্রেতা বুঝতে না পারে মতো পায়ে টান দিলেই বেড়ে যাচ্ছে ওজন।
 

অভিনব এ প্রতারণার চিত্র উঠে এসেছে নগরের দুই নম্বর গেটের কর্ণফুলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে। এতে মুনতাসীর পোল্ট্রি অ্যান্ড সেলস সেন্টারকে ওজনে কারচুপির অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (২১ মার্চ) এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেবনাথ এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।  

অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে মায়ের দোয়া এন্টারপ্রাইজকে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে না থাকায় ২ হাজার টাকা ও মানিক স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।  

জনস্বার্থে ভোক্তা অধিদপ্তরের এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।