ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদের ছুটিতে নানারবাড়ি বেড়াতে আসা দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে। তানজুম (৮) ও রাফি (৫) নামে এ দুই শিশু আপন ভাই বোন।

তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি জানান, শুক্রবার (৪ এপ্রিল) আমিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুখছড়ি শাইরপাড়া গ্রামে নানার বাড়ির পুকুরে পড়ে যায় তারা। পরে তাদের নিথর দেহ পানি থেকে তোলা হয়।  

তাদের বাড়ি আমিরাবাদের সুখছড়ি কামার দীঘির পাড়ের নতুন পাড়ায়। তারা লেয়াকতের ছেলে পারভেজের সন্তান।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এআর/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।