ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সী মো. রফিক  ও ৩০ বছর বয়সী সুমন ত্রিপুরা নামে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন।

বুধবার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।  

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, মৃত দুই জনের মধ্যে মো. রফিক গত ২৩ অক্টোবর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।

গত ২৯ অক্টোবর তিনি মারা যান। এছাড়া ডেঙ্গু উপসর্গ নিয়ে ২৯ অক্টোবর একই হাসপাতালে ভর্তি হন সুমন ত্রিপুরা। ওই দিনেই তিনি মারা যান।

এর আগে মঙ্গলবারে (২৯ অক্টোবর) ডেঙ্গু প্রতিবেদনে দুই জনের মৃত্যু তথ্য দেয় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। এনিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ২৫ জন। এর মধ্যে চলতি অক্টোবর মাসে মারা গেছে ৯ জন।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৪৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন। এনিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯২ জন। চলতি অক্টোবর মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৭ জন। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।