চট্টগ্রাম: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি পিছিয়েছে। আগামী ২ জানুয়ারি আবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করেন। এ সময় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) মফিজুর রহমান।
মঙ্গলবার চিন্ময়ের জামিন শুনানির তারিখ থাকায় এদিন সকাল থেকে চট্টগ্রাম আদালত সহ আশেপাশের এলাকায় ছিল কঠোর নিরাপত্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। তবে চিন্ময় কৃষ্ণ দাসকে এদিন আদালতে হাজির করা হয়নি। আইনজীবীদের একাংশকে সকালে আদালত প্রাঙ্গণে মিছিল করতেও দেখা যায়।
এর আগে গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নাকচ করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসম্বের ৩, ২০২৪
এমআর/পিডি/টিসি