ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টিজেএসির নির্বাহী কমিটির সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
টিজেএসির নির্বাহী কমিটির সভা

চট্টগ্রাম: টিভি জার্নালিস্টস্ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম- টিজেএসির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  

সভায় নতুন কার্যকরী পরিষদ নির্বাচনের জন্য সিনিয়র সাংবাদিক মহসিন চৌধুরীকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন ও সংগঠনের যুগ্ম সম্পাদক মাসুদুল হককে প্রধান করে নতুন সদস্যপদ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এ সময় সভায় সাংবাদিকদের নামে মামলা ও হয়রানির বিষয়ে উদ্বেগ জানানো হয়।  

সংগঠনের সভাপতি নাছির উদ্দীন তোতার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক মাসুদুল হক, প্রচার সম্পাদক অনুপম শীল, কার্য্যনির্বাহী সদস্য মোহাম্মদ তৌহিদুল আলম, শফিক আহমেদ সাজিব, আলী আকবর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।