ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালের ন্যায্যমূল্যের ফার্মেসিকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
চমেক হাসপাতালের ন্যায্যমূল্যের ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রাম: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ভবনের নিচতলার ন্যায্যমূল্যের মেডিসিন শপকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। অননুমোদিত বিভিন্ন ওষুধ ও অতিরিক্ত দামে ওষুধ বিক্রির জন্য এ জরিমানা করা হয়েছে।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ অভিযানে অংশ নেন উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেবনাথ ও মাহমুদা আক্তার এবং ক্যামেরাপারসন মো. আফতাবুজ্জামান।

অভিযানে বিসিক শিল্পনগরী সংলগ্ন সুমিস হট কেকের উৎপাদন কারখানায় মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে কেক তৈরি ও অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করায় ২০ হাজার টাকা এবং ব্লু অ্যাকোয়া ড্রিংকিং ওয়াটার নামের কারখানার ল্যাবে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও শ্যাওলাযুক্ত পরিবেশে বড় জারে পানি ভরায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ফয়েজ উল্যাহ।  

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।