ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘দেশে কোরআনের শাসন কায়েম করতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
‘দেশে কোরআনের শাসন কায়েম করতে হবে’ ...

চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক আহসান উল্লাহ বলেছেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে কোরআনের শাসন কায়েম করতে হবে।  

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আনোয়ারা-কর্ণফুলীর সর্বস্তরের দায়িত্বশীল সম্মেলন ও চট্টগ্রাম-১৩ আসনের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিতে চায়। তাই জনগণের আশা পূরণে ৩শ আসনে নমিনি ঘোষণা করা হয়েছে যা আর কেনো দল পারবে না।

অন্যান্য দলে প্রার্থী ঘোষণার পর থেকে মারামারি, খুনোখুনি শুরু করে দিবে কারণ এটাই তাদের দলের চরিত্র। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র আল্লাহর আইন কায়েম করতে চায়, কারো বাপের আইন বা স্বামীর আইন নয়।

বিশেষ অতিথির বক্তব্য কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক বলেন, ‘আগামীর সংসদ হবে ইসলাম এবং কুরআন-সুন্নাহ'র সংসদ। কোনো নাচগানের সংসদ হবে না। কারণ সবার শাসন দেখা শেষ, তারা কেউ জনগণকে মুক্তি দিতে পারেনি। বাংলাদেশের জনগণ এখন জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। ’  

চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও আনোয়ারা উপজেলার সেক্রেটারি আবুল হাসান খোকার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা কর্মপরিষদের সদস্য ইসমাইল হক্কানি, আনোয়ারার সাবেক আমীর মাস্টার মনসুর আলী, দক্ষিণ জেলার সহকারি সেক্রেটারি এডভোকেট আবু নাছের, ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম পশ্চিমের সভাপতি আব্দুর রহিম, আনোয়ারা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার এমএ গণি, কর্ণফুলীর আমীর মনিরুল আবছার, সেক্রেটারি নুরুদ্দিন জাহাঙ্গীর, বাইতুলমাল এডভোকেট মো. হারুন, জুইদন্ডি আমির সায়্যেদ আতিক জামালী, হাইলধর বশিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বখতিয়ার মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীকে চট্টগ্রাম-১৩ আসনের প্রার্থী হিসেবে পরিচিত করে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।