চট্টগ্রাম: বাবার জানাজায় অংশ নিতে গত ১৯ ফেব্রুয়ারি বাঁশখালী এসেছিলেন মো. তোফাজ্জল হোসেন।
স্বল্পকালীন ছুটি নিয়ে দেশে ফেরা এ প্রবাসীর ২৮ ফেব্রুয়ারি ইউএস-বাংলার ফ্লাইট-BS343 যোগে দুবাই ফেরার কথা ছিল।
তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা শাখায় যোগাযোগ করে জানান, দেশে ফেরার সময় তার পাসপোর্টটি যথাসম্ভব বিমানবন্দরে হারিয়ে ফেলেছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ চেকসহ অন্যান্য আনুষঙ্গিক তদন্ত ও যাচাই-বাছাই শেষে তার পাসপোর্টটি উদ্ধার করেন এবং উল্লেখিত যাত্রীকে তার পাসপোর্টটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শনিবার (১ মার্চ) দুপুরে বিমানবন্দর নিরাপত্তা শাখার সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম ও সশস্র নিরাপত্তা প্রহরী নজরুল ইসলাম প্রবাসী যাত্রী তোফাজ্জলকে তার পাসপোর্টটি ফিরিয়ে দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এআর/টিসি