চট্টগ্রাম: রাউজান উপজেলার ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধসহ ৯ জন আহত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে নোয়াজিষপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড মদন চৌধুরী বাড়ি জামে মসজিদ মাঠে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, অর্জুন কুমার নাথ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হুমায়ুন, যুবদলের সদস্য মো. রিফাত, যুবদলের সদস্য সচিব মো. সোহেল, বিএনপির সাধারণ সম্পাদক ফোরকান সিকদার , বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, সেকান্দর, বাদশা ও ফোরকান। আহত কয়েকজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া জানান, ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। কিন্তু ঘটনাস্থলে আহত কাউকে পাইনি। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেইনি৷ ঘটনাস্থলে যাওয়া পুলিশ সদস্যরা মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার আলামত পেয়েছে।
বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এমআই/টিসি