চট্টগ্রাম: নগরে গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মী হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- বায়েজিদ বোস্তামী থানার মো. আজাদ উদ্দিন (৪৭), মো. জাফর (৩৫), মো. শুভ প্রকাশ রবিউল (২৫), পতেঙ্গা থানার মো. এনামুল হক (৩৬), ইপিজেড থানার মো. মনজু ওরফে মজনু (২৯), মিঠু হালদার (৩০), রতন বড়াইক (৩৪), আকবরশাহ থানার পূর্ণিমা বণিক সৃষ্টি (২৩), টুকু বালা নাথ (৫৮), আকাশ হোসেন ওরফে ইসলাম (১৯), মো. মুন্না (১৯), মো. রবিউল ইসলাম (৩০), মো. কিরন (২৮), সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী (৬৬), হালিশহর থানার মো. সাকিব (২২), পাহাড়তলী থানার মো. লালচাঁন বাদশাহ (২৫), কোতোয়ালি থানার মো. মানিক (৩৫), চান্দগাঁও থানার মো. সাজ্জাদ (২৪), রোমান ইসলাম রাজু (১৯), মো. নাছির (২৫), মো. বেলাল (৫০), খুলশী থানার মো. আসরাফুল (২০), সদরঘাট থানার মো. সোহেল প্রকাশ মুরগি সোহেল (৩১), চকবাজার থানার মো. সাইদ হোসেন জীবন (২৪), মো. আলাল (২৭), মো. পারভেজ (২৫), আলমগীর (২২) ও জোবায়ের হোসেন।
সিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
পিডি/টিসি