ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দোহাজারীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
দোহাজারীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত ...

চট্টগ্রাম: চন্দনাইশের দোহাজারীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালকসহ ৩ জন আহত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে দেওয়ানহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন মিয়ার ছেলে রিকশা চালক জাহাঙ্গীর আলম (২২), রিকশা যাত্রী খাগরিয়া ৩ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে মো. ইমরান (২০) ও খাগরিয়া ১ নম্বর ওয়ার্ডের সুজা মিয়ার ছেলে মো. মোরশেদ (৩৫)।

জানা যায়, চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের যাত্রীবাহী বাস দেওয়ানহাট মোড়ে ব্যাটারিচালিত রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রিকশা চালক জাহাঙ্গীর আলম ও যাত্রী মো. ইমরানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

দোহাজারী হাসপাতালের চিকিৎসকরা জানান, রিকশা চালক জাহাঙ্গীর আলমের অবস্থা আশংকাজনক।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।