ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঘুরতে গিয়ে প্রাণ গেল প্রেমিক জুটির

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
ঘুরতে গিয়ে প্রাণ গেল প্রেমিক জুটির ...

চট্টগ্রাম: শনিবার (২৬ এপ্রিল) বিয়ের তারিখ নির্ধারণ করার কথা ছিল প্রেমিক জুটির পরিবারের। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে রাঙ্গুনিয়ার জোনায়েদ সিকদার (২০) ও হাটহাজারীর মোরশেদা জাহান মিমের (১৭)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন তারা। বিকাল ৪টার দিকে মিমকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় রাউজানের গহিরা বটতল এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তারা।

 

স্থানীয়রা তাদের উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে যান। পরে সেখানে থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জুনায়েদ রাঙ্গুনিয়ার রাজানগরের মো. আকবর সিকদারের ছেলে। মিম হাটহাজারীর মির্জাপুরের মোহাম্মদ উল্লাহ’র মেয়ে। এক ভাই, দুই বোনের মধ্যে মিম ছিল দ্বিতীয়।
রাজানগরের ইউপি সদস্য মুসলিম সিকদার জানান, সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জোনায়েদের মৃত্যু হয়।

মিমের বড় ভাই মো. মোক্তার জানান, পারিবারিকভাবে ওদের বিয়ের তারিখ ঠিক করার কথা ছিল। ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

রাউজান হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার এ দুর্ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।