চট্টগ্রাম: ইউএনডিপি, বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটি (বিডা) ও গ্রামীণফোন এর সহযোগিতায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ছাত্র-ছাত্রীদের বিজনেস অ্যান্ড সোশ্যাল ইংলিশ স্কিল ও ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিল্স বিষয়ে স্কলারশীপ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভ, ফ্যাসিলেটেটর ছিলেন ফিউচারন্যাশান এর রিজিওনাল স্কিল হাব ফ্যাসিলেটেটর মো. কবির হোসেন।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী কুররাতুল আইন ও ফার্মেসী বিভাগের ছাত্র মুন ব্যানার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক নওরীন আফরিন, ইউএনডিপি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ক্যাম্পাস ফ্যাসিলেটেটর ইসফাত মাহমুদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, প্রতিযোগিতাশীল এই বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতাও অর্জন করতে হবে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এসি/টিসি