ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অসুস্থ শিশুর চিকিৎসায় মীর হেলালের সহায়তা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮ এএম, এপ্রিল ২৭, ২০২৫
অসুস্থ শিশুর চিকিৎসায় মীর হেলালের সহায়তা ...

চট্টগ্রাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের উদ্যোগে হৃদরোগে আক্রান্ত ৮ বছরের শিশু অত্রি দাশের চিকিৎসার জন্য মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।  

চকবাজার থানা যুবদলের সংগঠক ও জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের সাবেক সহ-সভাপতি বাপ্পী দে’র সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি শিশু অত্রির মায়ের কাছে এই আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড বিএনপি নেতা ওমর ফারুক, ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন সিনবাদ, প্রান্ত বসাক, জীবন মিত্র রাজ, রানা, ফরহাদুল ইসলাম তারেক ও স্বেচ্ছাসেবক দল নেতা আমির খসরু রাজু প্রমুখ।  

অনুদান প্রদানকালে বাপ্পী দে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এক অসহায় শিশুর পাশে দাঁড়িয়ে বিএনপি নেতা মীর হেলাল সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

চিকিৎসকরা জানিয়েছেন, শিশু অত্রি দাশের হার্টে একটি ছিদ্র রয়েছে যা নিরসনে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন। যার খরচ আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকা। শিশুর পিতা দরিদ্র নিতাই দাশের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫ 
এসি/টিসি

বাংলাদেশ সময়: ১১:৫৮ এএম, এপ্রিল ২৭, ২০২৫
Abir chakraborty
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।