চট্টগ্রাম: সাতকানিয়ায় ট্রেনের ছাদ থেকে পরে আহত শিশু রাকিবুল ইসলাম (১২) মৃত্যুবরণ করেছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন সাতকানিয়া রেলওয়ে স্টেশন পার হয়ে সাতকানিয়া-বাঁশখালী রেলক্রসিং অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শিশুটি ট্রেনের ছাদে দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় একটি ডিশের তারের সাথে ধাক্কা লেগে সে নিচে পড়ে যায়।
রাকিবুল ইসলাম বাজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহালিয়া গ্রামের উত্তর পাড়ার সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল মান্নানের ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দেখে বড় ছেলে রবিউল ইসলাম মর্গে গিয়ে মরদেহ সনাক্ত করে।
শিশুর বাবা আব্দুল মান্নান বলেন, তিনদিন আগে রাকিবুল ঘর থেকে বের হয়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। ট্রেনের ছাদ থেকে পরে মারা যাওয়ার খবর পেয়ে বড় ছেলে মর্গে গিয়ে মরদেহ সনাক্ত করে। বৃহস্পতিবার (০১ মে) বিকেলে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মংইউ মারমা বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ওই শিশু পরে গিয়ে গুরুতর আহত হওয়ার খবর গেটম্যান আমাকে জানান। ধারণা করা হচ্ছে, শিশুটি কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের ছাদে উঠেছিল।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ০১, ২০২৫
এসি/টিসি