ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আ.লীগের বিচার ছাড়া কোনো নির্বাচন নয়: আলাউদ্দিন সিকদার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, মে ২, ২০২৫
আ.লীগের বিচার ছাড়া কোনো নির্বাচন নয়: আলাউদ্দিন সিকদার ...

চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার সম্পন্ন না করে এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া এ দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। এনিয়ে কালক্ষেপণ করার কোন সুযোগ নেই।

 

শুক্রবার (২ মে) বিকেলে সীতাকুণ্ড উপজেলার কুমিরা মসজিদা উচ্চ বিদ্যালয়ের মাঠে  জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, সীতাকুণ্ড  শিল্পাঞ্চল কিন্তু  সীতাকুণ্ডবাসীর কর্মসংস্থান হয় না।

এক্ষেত্রে কারখানা মালিকরা স্থানীয়দের সাথে বৈষম্যমূলক আচরণ করে থাকেন। সময় পাল্টেছে; নতুন বাংলাদেশ বিনির্মাণে এ ধরণের বৈষম্য চলতে পারে না। সীতাকুণ্ডের প্রতিটি কারখানায় স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে।  

কুমিরা ইউনিয়ন জামায়াতের আমির ইদ্রিস হাক্কানীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মোহাম্মদ তাহের, সহ-সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, সীতাকুণ্ড উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি আবু হোসেন, কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু তাহের প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ২, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।