ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ছাত্রশিবিরের মানবপ্রাচীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, মে ৫, ২০২৫
শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ছাত্রশিবিরের মানবপ্রাচীর ...

চট্টগ্রাম: শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে গণহত্যার বিচার দাবিতে চট্টগ্রামে মানবপ্রাচীর কর্মসূচি পালন করেছে ছাত্রশিবির।

সোমবার (৫ মে) নগরের জমিয়াতুল ফালাহ মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি পালন করা হয়।

 

এসময় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি, মহানগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি তানজির হোসাইন জুয়েল প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, ২০১৩ সালের ৫ মে সাধারণ ইসলামপ্রিয় জনতা শাপলা চত্বরে অবস্থান নেয় রাসুল ও ইসলামের অবমাননাকারী নাস্তিক ব্লগারদের বিচারের দাবিতে।

পতিত স্বৈরাচার হাসিনার হিংস্ররূপ সেদিন দেশের জনগণ প্রত্যক্ষ করেছিল। তারা দেখেছিল কিভাবে শান্তিপূর্ণ একটি কর্মসূচিকে রাতের আঁধারে ক্র‍্যাকডাউনের মাধ্যমে পণ্ড করে দেওয়া হয়েছিল।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সেদিন এদেশের ইসলামপ্রিয় জনতা নিজেদের ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো স্বার্থ হাসিলের জন্য নয়, বরং নবীর ওপর নাস্তিক ব্লগাররা যে অবমাননাকর মন্তব্য করেছিলো তার বিচারের দাবিতে গিয়েছিলেন। -এমনটা মন্তব্য করে বক্তারা আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনা জনমানুষের সে দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে ক্র্যাকডাউনের নামে ইতিহাসের বর্বর গণহত্যা সংঘটিত করে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ৫, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।