ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারে ছুরিসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
কক্সবাজারে ছুরিসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার গ্রেফতার ৫ ছিনতাইকারী

কক্সবাজার: কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ার ডালিয়া কলোনী থেকে ৪টি ছুরি, ৫টি মুখোশ ও ৪টি লোহার রডসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩১ ডিসেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- কক্সবাজার পিটি স্কুল হাশেমিয়া মাদ্রাসা এলাকার ছাদেকের ছেলে মো. জামাল হোসেন (২৮), গাড়ির মাঠ এলাকার মজিবুল হকের ছেলে মো. ফয়েজ (২৬), উখিয়া কোট বাজার এলাকার মো. হাছানের ছেলে মো. সোহেল (২৪), দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার মো. কালুর ছেলে মো. ইমরান (১৯), পিটি স্কুল এলাকার মোজাম্মেল হকের ছেলে সায়মন ইসলাম (১৬)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বাংলানিউজকে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে আরো একটি মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘন্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
টিটি/টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।