ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পোস্টার নামাতে ৩ হাজার ‘সেবক’ চট্টগ্রামে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
পোস্টার নামাতে ৩ হাজার ‘সেবক’ চট্টগ্রামে পোস্টার নামাচ্ছেন এক পরিচ্ছন্নকর্মী, ছবি: ডিএইচ বাদল

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে পরিচিত চট্টগ্রামে বিভিন্ন প্রার্থীর টাঙানো পোস্টার ও ডিজিটাল ব্যানার নামাতে সিটি করপোরেশনের ৩ হাজার ‘সেবক’ কাজ করবে।

সোমবার (৩১ ডিসেম্বর) মেয়রের নির্দেশে চসিকের পরিচ্ছন্নতা বিভাগের তত্ত্বাবধানে রাতে তারা এ কাজ করবেন।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী যিশু বাংলানিউজকে বলেন, ৩ হাজার সেবক নির্বাচনী পোস্টার-ব্যানার নামিয়ে ফেলার কাজ করবে।

আশাকরি রাত ১০টার মধ্যে সব নামিয়ে ফেলা সম্ভব হবে।

তিনি বলেন, লাখ, লাখ পোস্টার-ব্যানারের মধ্যে যেগুলো রশি দিয়ে টাঙানো হয়েছে সেগুলো নামিয়ে ফেলা সহজ হবে।

চসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বাংলানিউজকে বলেন, মেয়র আ জ ম নাছির উদ্দীনের নির্দেশে পোস্টার-ব্যানার অপসারণের কাজ করা হবে রাতে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ