ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক কাটা বাবদ সাড়ে ৬ কোটি টাকা দিলো ওয়াসা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
সড়ক কাটা বাবদ সাড়ে ৬ কোটি টাকা দিলো ওয়াসা মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে সাড়ে ৬ কোটি টাকার চেক তুলে দেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক

চট্টগ্রাম: পানির পাইপ লাইন স্থাপন কর্মসূচির আওতায় নগরের সড়ক কাটার জন্য ক্ষতিপূরণ বাবদ চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) সাড়ে ৬ কোটি টাকা দিয়েছে ওয়াসা।  

সোমবার (৩০ ডিসেম্বর) টাইগারপাসের চসিক সম্মেলন কক্ষে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে সাড়ে ৬ কোটি টাকার চেক তুলে দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ।

এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেমসহ দুইটি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।