ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর: বকেয়া বেতন ও ছুটি ভাতার দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের তিন সড়ক এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ।  

বুধবার (২ আগস্ট) সকাল ৯টার দিকে স্টাইল ক্রাফট নামের পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

 

পুলিশ ও কারখানা শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গত জুন ও জুলাই মাসের বেতন পরিশোধ করেনি। এছাড়া গত দুই বছরের ছুটি ভাতাও দেয়নি। মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকদের বেতন পরিশোধ না করে দুপুরে কারখানা কর্মকর্তা ও মালিক পক্ষ কারখানা থেকে চলে যান। পরে বুধবার সকালে শ্রমিকরা কারখানার মূল ফটকে তালা দেখে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।  

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, কারখানা শ্রমিকরা বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
আরএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।