ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক ছাদের নিচে মিলছে নির্মাণ-আবাসন-বিদ্যুৎবিষয়ক সামগ্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এক ছাদের নিচে মিলছে নির্মাণ-আবাসন-বিদ্যুৎবিষয়ক সামগ্রী ছবি: শাকিল আহমেদ

ঢাকা: এক ছাদের নিচে মিলছে নির্মাণ, আবাসন ও বিদ্যুৎবিষয়ক সব সামগ্রী। দেশের সবচেয়ে বড় চারটি আন্তর্জাতিক প্রদর্শনীতে এসব সামগ্রী একসঙ্গে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বসেছে এ প্রদর্শনী বা মেলা। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত এ মেলার উদ্বোধন হয়েছে গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর), চলবে ১৬ নভেম্বর (শনিবার) পর্যন্ত।

প্রদর্শনীগুলো হলো—বিল্ড সিরিজ অব এক্সিবিশন বিষয়ক ‘২৯তম বিল্ড বাংলাদেশ ২০২৪’; রিয়েল এস্টেট ও হাউজিং সেক্টর বিষয়ক ‘২৩তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৪’; ওয়াটার প্রযুক্তি ও সমাধান বিষয়ক ‘ষষ্ঠ ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৪’; বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ ট্রান্সমিশন ও নবায়নযোগ্য শক্তি বিষয়ক ‘২৬তম পাওয়ার বাংলাদেশ ২০২৪’; ‘২১তম সোলার বাংলাদেশ ২০২৪’, এবং ‘ষষ্ঠ ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৪’।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, মেলায় পাঁচ শতাধিক বুথ নিয়ে ২০টি দেশের প্রায় ১৯৫টিরও বেশি কোম্পানি অংশ নিয়েছে। মেলায় নির্মাণ খাতের ক্রেইন থেকে শুরু করে গৃহস্থালির ছোট্ট মেশিন ও ঘরের মেঝে পরিষ্কারের যন্ত্র পর্যন্ত প্রদর্শন হচ্ছে।

মেলা ঘুরে দেখা যায়, পণ্য উৎপাদনকারী, বিপণন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্ব স্ব পণ্য তুলে ধরেছে তাদের বুথে। দর্শনার্থীরা বুথ ঘুরে ঘুরে সেসব দেখছেন। অনেকে কিনেও নিচ্ছেন পছন্দের পণ্য।

রাজধানীর খিলক্ষেত থেকে প্রদর্শনীতে এসেছেন রাবেয়া বেগম। তিনি ফিল্টার মেশিন দেখছেন। রাবেয়া বেগম বলেন, মেলা ঘুরে অনেক জিনিসপত্রই দেখলাম। আপাতত একটি পানির ফিল্টার কিনবো।  

গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার পরিচালক রাশেদুল করিম কম্প্রেসার কিনবেন। তিনি বাংলানিউজকে বলেন, কয়েকটি স্টল ঘুরে দেখেছি। একটি কেনার জন্য কথাবার্তাও হয়েছে।

তিনি বলেন, মেলায় আসলে হয় কি একাধিক প্রতিষ্ঠানের পণ্য দেখা দেখা যায়। তুলনামূলক ভালো ও দামের বিষয় যাচাই করা যায়। আইসিসিবির মত সুবিশাল পরিসর ও ৩০০ ফুটের মত সড়কের পাশে এ ধরনের মেলা ক্রেতাদের আগ্রহী করছে বেশি।

মেলায় বড় বুথ দিয়েছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি গত বছরের মেলায় পেট্রোল ও ডিজেল জেনারেটর এনেছিল। এবার আরও দুটি পণ্য যুক্ত করেছে। তাদের পণ্য কিনতে আগ্রহ দেখা গেছে কনস্ট্রাকশন ও শিল্প কারখানা পর্যায়ের ক্রেতাদের। ইতোমধ্যে একজন তার শিল্প কারখানার জন্য জন্য চারটি জেনারেটর কিনতে কথাবার্তা শুরু করেছেন।

এসিআই মোটরস লিমিটেডের প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. তানভীর হোসাইন বাংলানিউজকে বলেন, মেলার দ্বিতীয় দিন পর্যন্ত গ্রাহকের ভালো সাড়া পাওয়া গেছে। আজ দিন শেষে ও আগামীকাল মেলায় ক্রেতা আসবেন। এর মাধ্যমে নতুন নতুন গ্রাহকের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মিলছে।   

মেলায় চায়না প্রতিষ্ঠান ব্লু কার্বন এনেছে সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও লাইট। প্রতিষ্ঠানটির গৃহস্থালি কাজের জন্য ছোট্ট ছোট্ট প্যানেল ও লাইট থাকার কারণে সাধারণ ক্রেতার ভিড় দেখা গেল তাদের বুথে।

ব্লু কার্বনের মার্কেটিং ম্যানেজার সাহেদ হাসান পিয়াল বলেন, ক্রেতার চাহিদা মোতাবেক আমরা ভিন্ন ভিন্ন সাইজের সোলার প্যানেল বানিয়ে থাকি। এ জন্য আমাদের ক্রেতা বেশি।      

ক্রাউন করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানের বুথে তাদের সেলস এক্সিকিউটিভ সাগর দাস বলেন, ক্রেতাদের সঙ্গে পরিচিত হতে মেলায় স্টল দেওয়া। এবারই প্রথম  মেলাতে আসা। দর্শনাথীরা ঘুরে ঘুরে দেখছেন এবং আমাদের পণ্যে আগ্রহ দেখাচ্ছেন।

গৃহস্থালি ও বাড়ির নির্মাণ সামগ্রী নিয়ে বুথ দিয়েছে মানসি করপোরেশন। তাদের বুথে ড্রিল, ওয়াশ সামগ্রী থেকে শুরু করে সব পাওয়ার টুলস রয়েছে। প্রতিষ্ঠানটির  সিনিয়র সেলস এক্সিকিউটিভ রুবেল হাওলাদার বলেন, গতবারের চেয়ে এবারের মেলায় উপস্থিতি বেশি। ক্রেতার সংখ্যাও বেশি। এখানে গৃহস্থালি পণ্য থাকার কারণে মানুষের তুলনামূলক উপস্থিতিও বেশি।

প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে। মেলায় সংশ্লিষ্ট শিল্প বিষয়ক তিনটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজনও থাকছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
জেডএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।