ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলি দিয়ে আসছে ভারতের পেঁয়াজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
হিলি দিয়ে আসছে ভারতের পেঁয়াজ

দিনাজপুর: ভারতের অভ্যন্তরে রপ্তানি স্লট বুকিং চালু হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।  

বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত পেঁয়াজ বোঝাই পাঁচটি ট্রাক বাংলাদেশে প্রবেশের মাধ্যমে এ আমদানি কার্যক্রম শুরু হয়।

তবে আলু আমদানি এখনও বন্ধ রয়েছে।

এর আগে ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে গত তিনদিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।  

বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ, আলু রপ্তানি করতে পারেননি ভারতীয় ব্যবসায়ীরা। এ কারণে অনেক ব্যবসায়ী লোকসানের শিকার হন। ফলে তারা সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ রেখেছিলেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সমস্যার সমাধান হলে পুনরায় বুধবার সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। তবে এখনও আলু আমদানি হয়নি।

সমস্যা কাটিয়ে দ্রুত সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলেও জানান সাখাওয়াত হোসেন শিল্পী।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫৫ ট্রাকে ২ হাজার ২০০ মেট্রিক টন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭০০ মেট্রিক টন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।