ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলিতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
হিলিতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম ছবি: সংগৃহীত

দিনাজপুর: দেশের বাজারে প্রায়ই অস্থিরতা দেখা যায় পেঁয়াজ ও আলুর দামে। দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আমদানি করা হয় পেঁয়াজ ও আলু।

সরবরাহ বৃদ্ধিতে দিনাজপুরের হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও আলুর।  

গত ১০ দিনের ব্যবধানে হিলিতে কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত। আর আলুর দাম কমেছে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত।

বুধবার (৪ ডিসেম্বর) হিলি স্থলবন্দর বাজারে জাত ভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকায়। আর প্রতি কিছু পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। ১০দিন আগেও এসব আলু বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা কেজিদরে। আর পেঁয়াজের কেজি ছিল ৯০ থেকে ৯৫ টাকা।

সরবরাহ বৃদ্ধি পাওয়ায় আলুয়া পেঁয়াজের দাম কমেছে বলে জানান হিলি স্থলবন্দরের আমদানিকারক আমিনুল ইসলাম। তিনি জানান, সরকারের শুল্ক হ্রাসের ঘোষণায় কয়েক দফায় ভারত থেকে পেঁয়াজ এবং আলু আমদানি হয়েছে। এছাড়াও স্থানীয় মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এসব কারণেই মূলত আলু ও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।  

দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। কম দামে আলু ও পেঁয়াজ কিনতে পারায় খুশি তারা। ছাড়াও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।