ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফের ২১ বিলিয়ন ছাড়ালো রিজার্ভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
ফের ২১ বিলিয়ন ছাড়ালো রিজার্ভ

ঢাকা: আবারও দুই হাজার ১৩৯ কোটি ৯৭ লাখ ডলার বা ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ফলে বর্তমানে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ হয়েছে দুই হাজার ৬৬০ কোটি বা ২৬ দশমিক ৬ বিলিয়ন ডলার।

রোববার (৯ মার্চ) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

গত ৯ জানুয়ারি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিল বাবদ ১৬৭ কোটি ডলার পরিশোধ করার পর রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারে নেমে যায়। ওই সময় গ্রস রিজার্ভ ছিল ২৫ দশমিক ২২১ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ২০ বিলিয়ন ডলারের নিচে অর্থাৎ ১৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে নেমে যায়।

চলতি বছরের শুরুতে বিপিএম-৬ হিসাবায়ন পদ্ধতি অনুসারে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। একই সময়ে গ্রস রিজার্ভ ছিল ২৬ দশমিক ২০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
জেডএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।