ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ব্যয় হবে ১৬৯ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, মে ৭, ২০২৫
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ব্যয় হবে ১৬৯ কোটি টাকা

ঢাকা: বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টগুলোর জরুরি পুনর্বাসন ও পুনঃনির্মাণ করবে সরকার। এতে ব্যয় হবে ১৫৯ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৫২৩ টাকা।

বুধবার (৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চ্যুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ‘২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টগুলোর জরুরি পুনর্বাসন ও পুনঃনির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নম্বর ডব্লিউপি-০১ এর পূর্ত কাজের দরপত্র পুনঃপ্রক্রিয়াকরণের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫৯ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৫২৩ টাকা।

রেসপনসিভ ছয়জন দরদাতার মধ্যে দরপত্র মূল্যায়নের সময় দুই ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড এবং মির হাবিবুল আলম অ্যান্ড মাহবুব ব্রাদার্সি প্রাইভেট লিমিটেড ই-জিপি পোর্টালে ডেবর (বঞ্চিত) ছিল। পরে হাইকোর্ট কর্তৃক ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্থগিতাদেশ দেন। এ অবস্থায় ছয়জন দরদাতাকে বিবেচনায় নিয়ে ক্রয় প্রস্তাবটি পুনঃমূল্যায়ন প্রক্রিয়াকরণের অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ কমিটি এ প্রস্তাবটি অনুমোদন দেয়।

জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।