ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১১৭ কোটি টাকা ব্যয়ে নেত্রকোনা ও ময়মনসিংহে হচ্ছে সারের গুদাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, মে ১৩, ২০২৫
১১৭ কোটি টাকা ব্যয়ে নেত্রকোনা ও ময়মনসিংহে হচ্ছে সারের গুদাম

ঢাকা: শিল্প মন্ত্রণালয়ের সার মজুদের জন্য দুটি গুদাম নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে একটি নেত্রকোনায় এবং অপরটি ময়মনসিংহে নির্মিত হবে।

এতে ব্যয় হবে ১১৬ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ২০০ টাকা।

মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ’ প্রকল্পের আওতায় নেত্রকোনা ও ময়মনসিংহে একটি করে বাফার গুদাম নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাব উপস্থাপন করে শিল্প মন্ত্রণালয়। সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

যৌথভাবে এআইএল এবং এসসিএল-এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১১৬ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ২০০ টাকা।

প্যাকেজের আওতায় নেত্রকোনায় ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার এবং ময়মনসিংহে ২৫ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি করে স্টিল স্ট্রাকচার বাফার গুদাম নির্মাণ করা হবে।

জিসিজি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।