ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাজীপুরে রানারের শো-রুম উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৮, আগস্ট ৯, ২০১৫
গাজীপুরে রানারের শো-রুম উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরে রানার অটোমোবাইলসের পঞ্চম এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন করা হয়েছে।

রোববার (০৯ আগষ্ট) সকাল ১১টায় শো-রুমের উদ্বোধন করেন বিশ্বের সেরা ক্রিকেট অলরাউন্ডার এবং রানারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান।



উদ্বোধনী ‍অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার (অব.) শফিক‍ুজ্জামান প্রমুখ।

সাকিব আল হাসান বলেন, ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে শো রুমের উদ্বোধন করায় আমার খুব ভালো লাগছে।

তিনি বলেন, আমি রানারের সঙ্গে থাকাটা খুব উপভোগ করি, কারণ রানার দেশেই মোটরসাইকেল তৈরি করে। এটা আমাদের জন্য গৌরব ও আনন্দের। আমি এমন আনন্দের অংশীদার সবসময় হতে চাই।

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘গ্রাহকদের আরও কাছে যেতেই আমাদের এই উদ্যোগ। গ্রাহক সেবা মানুষের দৌরগোড়ায় পৌছে দিতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো। রানার গ্রুপ গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। আমাদের গ্রাহকদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নয়নে এই নতুন শোরুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ’

তিনি বলেন, আজ দেশের তরুণরা গর্বের সঙ্গে রানার মোটরসাইকেল চড়ছে। পণ্যের মান এবং উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে দেশের প্রত্যেকটি ঘরে রানার তথা দেশীয় মোটরসাইকেল পৌছে দিতে বদ্ধ পরিকর।

চেয়ারম্যান আওর বলেন, গাজীপুরে রানারের এক্লুসিভ শোরুম থেকে রানার ব্র্যান্ডের সব মোটরসাইকেল পাওয়া যাবে। এছাড়া এখানে বিক্রেয়োত্তর সেবার ব্যবস্থাও আছে।

বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রায় দু’শ ডিলার ও সাব ডিলার তাদের ৪০০ টি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বিক্রয় কার্যক্রম পরিচালনায় নিয়োজিত আছেন। রানার সার্ভিস সেন্টার বাংলাদেশের যেকোনো জায়গায় ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় যন্ত্রাংশ পৌঁছে দিতে সক্ষম।

ভালুকায় ১২৫ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত রানার অটোমোবাইলস ফ্যাক্টরী থেকে ৫০ সি সি থেকে ১৫০ সি সি পর্যন্ত মোটরসাইকেল উৎপাদিত হচ্ছে। বাজারে ৫০ ও ৮০ সিসি ক্ষমতার মোটরসাইকেল ব্যবসায় রানার অটোমোবাইলস বর্তমানে মার্কেট লিডার হিসেবে অবস্থান করছে। দেশীয়ভাবে মোটরসাইকেল প্রস্তুতকরনের কারণে রানার সবচেয়ে সাশ্রয়ী মূল্যে গ্রাহককে মোটরসাইকেল প্রদান করতে গ্রাহক সক্ষম হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, আগষ্ট ০৯, ২০১৫
বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।