ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রামে ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৯, আগস্ট ১০, ২০১৫
চট্টগ্রামে ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ছবি: সংগৃহীত

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের অর্ধবার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৫ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স হলে রোববার(৯ আগস্ট’২০১৫) অনু্ষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ বদিউল আলম এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়া উপস্থিত ছিলেন।



দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মামুনুর রশিদ মোল্লা। ব্যবস্থাপক সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের ৩৩টি শাখার শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বদিউল আলম শাখা প্রধানগণকে অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জনে সফল প্রচেষ্টা অব্যাহত রাখা, ব্যবসা সম্প্রসারণ, গুণগত গ্রাহক সেবা প্রদান, মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার উপর গুরুত্বারোপ করেন।  

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের আইন ও আদায় বিভাগের প্রধান ও এসইভিপি ফরহাদ আহমেদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।