ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চামড়াজাত পণ্য রফতানির আগে প্রতিষ্ঠানের নিরীক্ষা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, আগস্ট ১১, ২০১৫
চামড়াজাত পণ্য রফতানির আগে প্রতিষ্ঠানের নিরীক্ষা হবে ফাইল ফটো

ঢাকা: চামড়াজাত পণ্য রফতানির ক্ষেত্রে নগদ সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করতে হবে।
 
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, অন্যান্য রফতানি পণ্যগুলোর ক্ষেত্রে আগে থেকেই অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করা হয়ে থাকে।

এবার চামড়াজাত পণ্য রফতানিকারকদের জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
মঙ্গলবার (১১ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে।
 
নির্দেশনাটি বাস্তবায়নের জন্য বৈদেশিক লেনদেনে নিয়োজিত ব্যাংকের ডিলার শাখাগুলোতে পাঠানো হয়েছে।
 
এতে বলা হয়েছে, রফতানিখাতে নগদ সহায়তা বা রফতানি ভর্তুকি পরিশোধের মতো চামড়াজাত পণ্য রফতানির বিপরীতে প্রতিষ্ঠানগুলোকে নগদ সহায়তা দেওয়ার আগে বাংলাদেশ ব্যাংক নিয়োজিত অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করাতে হবে।
 
অবিলম্বে এ নির্দেশনা কার্যকর করতে হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
 
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এসই/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।