ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাগলায় আল-আরাফাহ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, আগস্ট ১১, ২০১৫
পাগলায় আল-আরাফাহ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ছবি : সংগৃহীত

ঢাকা: গ্রিন ব্যাংকিং কার্যক্রমের আওতায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।
 
মঙ্গলবার (১১ আগস্ট) ব্যাংকের পাগলা শাখার উদ্যোগে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।



এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. হারুন-অর-রশীদ খাঁন। এ সময় বিশেষ অতিথি ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল জলিল।

আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মুক্তিযোদ্ধা মো. জহির উদ্দিন জজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কুতুবপুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার সরকার, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান মো. আতিকুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনের প্রধান মো. মজিবর রহমান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. জহুরুল হক এবং পাগলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ উল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।