ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মোবাইল ব্যাংকিং

৫০০০ টাকা লেনদেনে ছবি তোলার নির্দেশ স্থগিত

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, আগস্ট ১৮, ২০১৫
৫০০০ টাকা লেনদেনে ছবি তোলার নির্দেশ স্থগিত

ঢাকা: মোবাইল ব্যাংকিংয়ে ৫ হাজার টাকা বা তার বেশি লেনদেনকারীর ছবি তোলার নির্দেশনা আপাতত স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট’২০১৫) বাংলাদেশ ব্যাংক আগে নেওয়া ওই সিদ্ধান্তটি স্থগিত করে।



ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের মহাব্যবস্থাপক কেএম আব্দুল ওয়াদুদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ৫ হাজার টাকা  বা তার বেশি অংকের প্রতিটি ক্যাশ ইন ও ক্যাশ আউট’র সময় গ্রাহকের ছবি তোলার বিষয়টি আপাতত স্থগিত করা হলো।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার এবং তদসংশ্লিষ্ট এজেন্টদের কারিগরি ও অবকাঠামোগত সক্ষমতার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইভাবে গ্রাহকের কেওয়াইসিতে দেওয়া তথ্যের সাথে সংশ্লিষ্ট সিমের নিবন্ধন তথ্যাবলী একইরকম ও নির্ভুল করতে মোবাইল ফোনের পুনরায় রেজিস্টেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে গত ২ আগস্ট মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে লেনদেন ৫ হাজার টাকার বেশি হলেই গ্রাহকের ছবি তুলে রাখার নির্দেশ সম্বলিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সংশ্লিষ্ট সকল হিসাবের গ্রাহক পরিচিতিতে 'নো ইউর ক্লায়েন্ট' (কেওআইসি) প্রদত্ত তথ্যের সঙ্গে মোবাইল সিমের নিবন্ধন তথ্যাবলী নির্ভুলকরণ এবং অপরাধমূলক লেনদেনের ঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বলা হয়।

এজন্য পাঁচহাজার টাকা ক্যাশ ইন বা ক্যাশ আউট করলেই এজেন্ট কর্তৃক লেনদেনকারীর ছবি তুলে তা হিসাবের সঙ্গে সংরক্ষণ করার জন্য বলা হয়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ১৮ আগস্ট, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।