ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণফোন গ্রাহকদের জন্য গ্র্যান্ড সুলতানে বিশেষ ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, আগস্ট ১৯, ২০১৫
গ্রামীণফোন গ্রাহকদের জন্য গ্র্যান্ড সুলতানে বিশেষ ছাড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রামীণফোনের প্লাটিনাম প্লাস ও প্লাটিনাম স্টার গ্রাহকদের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ-এ বিশেষ মূল্য ছাড় দিতে একটি চুক্তি সই হয়েছে।

গ্রামীণফোন এবং গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ কর্তৃপক্ষ এই চুক্তি সই করে বলে বুধবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



গ্রামীণফোনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ সেপ্টেম্বর আগামী এক বছর গ্র্যান্ড সুলতানে রুম রেন্টে  ৫৫ শতাংশ, ব্যাঙকুয়েট হলে ৫০ শতাংশ, মুভি থিয়েটারে ৫০ শতাংশ, গলফে ৫০ শতাংশ ছাড় পাবেন প্লাটিনাম প্লাস ও প্লাটিনাম স্টার গ্রাহকরা।

এছাড়া অন্য স্পোর্টসে ৩৫ শতাংশ, বিজনেস মিটিং রুমে ৩০ শতাংশ, ইনডোর স্পা সউনা জাকুজিতে ২০ শতাংশ, খাবারে ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

বসুন্ধরা আবাসিক এলাকায় জিপিহাউজে ১৭ আগস্ট এই চুক্তি সই অনুষ্ঠানে গ্রামীণফোনের ডিরেক্টর (প্রোডাক্ট) হাসিবুল হক, হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল এবং লিড স্পেশালিস্ট (হাই ভালু সেগমেন্ট) মাশুকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আর গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট ও গলফ-এর পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর (ফাইনান্স অ্যান্ড প্রকিউরমেনট) ফারুক রাহমান, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং সায়েদুল ইসলাম ভুঁইয়া, মার্কেটিং ম্যানেজার ডালটন জহির।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।