ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভ্যাট সফটওয়্যার কিনছে এনবিআর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ভ্যাট সফটওয়্যার কিনছে এনবিআর

ঢাকা: ভ্যাট অনলাইন প্রকল্পে সংহত মূসক প্রশাসন সিস্টেম (আইভাস) নামক একটি সফটওয়্যার ক্রয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চুক্তি সই করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) কাকরাইল ভ্যাট অনলাইন প্রকল্প কার্যালয়ে ভিয়েতনামের এফপিটি ইনফরমেশন সিস্টেমের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের চুক্তিটি সই হয়।



ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক মো. রেজাউল হাসান ও এফপিটি ইনফরমেশন সিস্টেমের সিইও থান পং লাশ চুক্তিপত্রে সই করেন।

এ সময় ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন কুয়াঙ থুক, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

আইভাস ব্যবহার করে ২০১৬ সালের জানুয়ারি থেকে অনলাইনে ভ্যাট নিবন্ধন ও ভ্যাট আদায় করা হবে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।