ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপগঞ্জে আয়কর মেলার উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, সেপ্টেম্বর ১৭, ২০১৫
রূপগঞ্জে আয়কর মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ(নারায়নগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে দিনব্যাপী আয়কর মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।



নারায়ণগঞ্জ কর কমিশনার সনজিদা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, যুগ্ম কর কমিশনার শামসুল আলম, মাধন কুমার রায়, ফজলে আহাদ কায়সার, সহকারী কর কমিশনার মাহাবুব রহমান, ইমরান হোসেন, বখতিয়ার উদ্দিন ও জাহিদুর রহমান প্রমুখ।

পরে কর অঞ্চল নারায়ণগঞ্জ এর ‘অগ্রযাত্রায়’ নামে একটি ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।