ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিরাজগঞ্জে আয়কর মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, সেপ্টেম্বর ১৯, ২০১৫
সিরাজগঞ্জে আয়কর মেলার উদ্বোধন

সিরাজগঞ্জ: দেশের উন্নয়নে জনগণকে কর প্রদানে উদ্বুদ্ধ করতে সিরাজগঞ্জে আয়কর মেলা শুরু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা সহকারী কর কমিশনারের কার্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।



সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।

বগুড়া কর অঞ্চলের কমিশনার আব্দুল মজিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, জেলা আওয়ামী লীগের নেতা অ্যাড. কে এম হোসেন আলী হাসান, সোনালী ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক রনেন্দ্রনাথ মন্ডল, কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নাজমুল ইসলাম, জেলার শ্রেষ্ঠ করদাতা আব্দুস সামাদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় জেলার সেরা পাঁচ জন করদাতাকে সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।