ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে কর আদায় পৌনে ৬ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, সেপ্টেম্বর ২২, ২০১৫
রাজশাহীতে কর আদায় পৌনে ৬ কোটি টাকা

রাজশাহী: শেষ হলো আয়কর মেলা-২০১৫। রাজশাহীতে এবার আদায় হয়েছে পৌনে ছয় কোটি টাকার আয়কর।

যা গতবারের চেয়ে কয়েকগুণ বেশি। এছাড়া প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ আয়কর প্রদান সংক্রান্ত সেবা নিয়েছেন মেলা থেকে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাপনীতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।

রাজশাহী কর অঞ্চলের কমিশনার দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী কর অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৬ সেপ্টেম্বর থেকে মহানগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে এ মেলা অনুষ্ঠিত হয়।

রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার ওয়াকিল আহম্মেদ বলেন, এবারের মেলায় রাজশাহী কর অঞ্চলে মোট ৫ কোটি ৮২ লাখ ১২ হাজার ৫৪৭ টাকা আয়কর আদায় হয়েছে।

সব মিলিয়ে মেলায় ৬ হাজার ৯৭৭টি আয়কর রিটার্ন জমা পড়েছে।

নতুন টিআইএন রেজিস্ট্রেশন করেছেন ৩শ ৫৯ জন এবং ২৮ জন টিআইএন রি-রেজিস্ট্রেশন করেছেন। মেলায় আয়কর প্রদান সংক্রান্ত সেবা নিয়েছেন ৩০ হাজার ৭শ ৯০ জন।

এবারও রাজশাহীর বাইরে জেলা পর্যায়ে নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে আলাদা আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এবারই প্রথম উপজেলা পর্যায়েও আয়োজন করা হয় মেলা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।