ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিবির সঙ্গে ১৪শ’ ৬০ কোটি টাকার ঋণ চুক্তি সই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, নভেম্বর ২৩, ২০১৫
এডিবির সঙ্গে ১৪শ’ ৬০ কোটি টাকার ঋণ চুক্তি সই

ঢাকা: এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে দ্বিতীয় কিস্তিতে ১ হাজার ৪শ’ ৬০ কোটি টাকার (১৮.৫ কোটি মার্কিন ডলার) ঋণ চুক্তি সই হয়েছে।
 
সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় এ ঋণ চুক্তি সই হয়।



সোমবার (২৩ নভেম্বর) শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনীতি সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমদ ও এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর কাজু হিকো হিগোচি চুক্তিতে স্বাক্ষর করেন।
 
এ কর্মসূচির আওতায় তিন কিস্তিতে ৫০ কোটি ডলার দেবে এডিবি। প্রথম কিস্তিতে ৯ কোটি ডলার দিয়েছে। দ্বিতীয় কিস্তিতে ১৮.৫ কোটি ডলারের ঋণ চুক্তি সই হলো।

এরপর ২০১৮ সালে ২২.৫ কোটি ডলার দেবে এডিবি। কর্মসূচির আওতায় মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষা পদ্ধতি এবং মাধ্যমিক স্তরে যাতে শিক্ষার্থী ঝরে না পড়ে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমআইএস/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।