ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নভেম্বর ২৮ শুরু হচ্ছে ইন্ডিয়া এক্সপো-২০১৫

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, নভেম্বর ২৬, ২০১৫
নভেম্বর ২৮ শুরু হচ্ছে ইন্ডিয়া এক্সপো-২০১৫ ছবি: প্রতীকী

ঢাকা: আগামী শনিবার (২৮ নভেম্বর) থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ভারতীয় রফতানি পণ্য ও সেবা প্রদর্শনী-ইন্ডিয়া এক্সপো-২০১৫।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন্স্ (ফিও) এই বিটুবি প্রদর্শনীর আয়োজন করছে।

ওইদিন সকালে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।

ভারতের শীর্ষস্থানীয় ৫৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ৯৬জন প্রতিনিধি প্রদর্শনীতে অংশ নিতে ঢাকায় আসছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ফিও’র ভাইস প্রেসিডেন্ট রমেশ কুমার আগারওয়াল।

এসময় ফুটওয়্যার, কৃষি পণ্য ও মসলা, টেক্সটাইল, আসবাবপত্র, প্যাকেজিংসামগ্রী, মনোব্লক পাম্প, প্লাস্টিক দানা, পরিবেশ মনিটরিং সিস্টেম, মেডিকেল পরীক্ষা সিস্টেম, অটোপার্টস, কোয়ার্টস্, সেলাক ও অন্যান্য পণ্য প্রদর্শন করা হবে।

প্রদর্শনীর আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশে ভারতীয় দূতাবাস, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।