ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজলী ক্যাবলসের পরিবেশক সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪০, জুলাই ২৪, ২০১৮
বিজলী ক্যাবলসের পরিবেশক সম্মেলন সম্মেলনে পরিবেশকরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিজলী ক্যাবলসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারাদেশ থেকে বিজলী ক্যাবলসের প্রায় দুই হাজার পরিবেশক অংশ নেন।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, পরিবেশকদের নিরন্তর চেষ্টায় এরইমধ্যে বিজলী ক্যাবলস ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এজন্য তিনি সব পরিবেশককে ধন্যবাদ জানান।

একইসঙ্গে পণ্যের বিভিন্ন সমস্যা-সম্ভাবনাসহ কিভাবে ভোক্তাদের কাছে আরও সহজে সেবা পৌঁছে দেয়া যায় সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় বিজলী ক্যাবলসের নির্বাহী পরিচালক এএসএম হাসান নাসির, জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ ও বিক্রয় বিভাগের জেনারেল ম্যানেজার শামীনুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।