ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গোল্ডেন পেন বিজনেস অ্যাওয়ার্ডস পেলেন ফারজানা চৌধুরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, জুলাই ৩০, ২০১৮
গোল্ডেন পেন বিজনেস অ্যাওয়ার্ডস পেলেন ফারজানা চৌধুরী অর্থমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন ফারজানা চৌধুরী, পাশে সংস্কৃতিমন্ত্রীসহ অন্যরা

নিজের কর্মপরিসরে অনন্য অবদানের জন্য বাংলাদেশ ট্রেড ক্যাটালগের ‘গোল্ডেন পেন বিজনেস অ্যাওয়ার্ড’ পেয়েছেন গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারজানা চৌধুরী।

রোববার (২৯ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও ১২ জন এই পুরস্কার পান।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৩, জুলাই ৩০, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।