ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্ষুদ্রঋণের উপর আরোপিত সার্ভিস চার্জ কমানোর সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৭, জুলাই ৩১, ২০১৮
ক্ষুদ্রঋণের উপর আরোপিত সার্ভিস চার্জ কমানোর সুপারিশ

ঢাকা: প্রান্তিক মানুষের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রদত্ত ক্ষুদ্রঋণের উপর আরোপিত সার্ভিস চার্জ কমানোর সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

কমিটির বৈঠকে পল্লি সমাজসেবা কার্যক্রমের অগ্রগতি, ঋণ বিতরণ, অনাদায়ী অর্থের পরিমাণ সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষে এ সুপারিশ করা হয়।

মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, শেখ হাফিজুর রহমান, মো. আব্দুল মতিন ও বেগম লুৎফা তাহের অংশগ্রহণ করেন।

বৈঠকে বর্তমানে রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রগুলোতে চলমান সমাজসেবার কার্যক্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রগুলোতে পরিচালিত কার্যক্রমে তদারকি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।