ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশি লাল গরুর কদর বেশি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, আগস্ট ১৯, ২০১৮
দেশি লাল গরুর কদর বেশি! লাল গরুর কদর বেশি

লক্ষ্মীপুর: পশু কোরবানির জন্য বেশিরভাগ মানুষের পছন্দ দেশি লাল রংয়ের গরু। যে কারণে বাজারে লাল গরুর কদর বেশি। সাদা কিংবা কালো গরুর চেয়ে লাল গরুর দামও বেশি।

রোববার (১৯ আগস্ট) লক্ষ্মীপুর গরু বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড়। জেলার সব চেয়ে বড় গরুর হাট এটি।

কোরবানি ঘনিয়ে আসায় এ পশুর হাটে গরু বিক্রিও বেড়েছে।  

বাজার ঘুরে দেখা যায়. ক্রেতারা দেশীয় জাতের গরু কিনছেন। বেশিরভাগ ক্রেতাই দেশীয় জাতের লাল গরুতে আগ্রহ।

গরু ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, ক্রেতাদের লাল গরু পছন্দ। যে কারণে চাহিদা অনুযায়ী তারা যশোরসহ দেশের বিভিন্নস্থান থেকে লাল গরু সংগ্রহ করেছেন। চাহিদা বেশি থাকায় লাল গরুর দামও কিছুটা বেশি।

কথা হয় লাল গরুর ক্রেতাদের সঙ্গে। তারা বলেন, লাল গরু দেখতে সুন্দর। বাড়ির সবার পছন্দ লাল গরু। যে কারণে দাম একটু বেশি দিয়ে হলেও কোরবানির জন্য লাল গরু কিনেছেন।

কেবল শহরের হাটেই নয়, গ্রাম-গঞ্জের বাজারেও লাল রংয়ের গরু বেশি বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে।

কমলনগরের হাজিরহাট গরু বাজারের ইজারাদার বাংলানিউজকে বলেন, দেশীয় জাতের লাল গরু দিকে নজর বেশি। সবাই চায় লাল গরু কিনতে। গত দুই হাটে সব চেয়ে বেশি বিক্রি হয়েছে লাল রংয়ের গরু। কম বিক্রি হয়েছে সাদা রংয়ের গরু।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এসআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।