ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পশুর বর্জ্য অপসারণে কাজ কর‌ছে বি‌সি‌সি’র কর্মীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, আগস্ট ২২, ২০১৮
পশুর বর্জ্য অপসারণে কাজ কর‌ছে বি‌সি‌সি’র কর্মীরা পশুর বর্জ্য অপসারণে কাজ কর‌ছে বি‌সি‌সি’র কর্মীরা-ছবি-বাংলানিউজ

বরিশাল: বরিশাল সি‌টি কর‌পো‌রেশন (বি‌সিসি) এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২২ আগস্ট) দুপুর ২টা থেকে করপোরেশনের প‌রিচ্ছন্নতা বিভা‌গের ৫শ’ কর্মী এই কার্যক্রম শুরু করে।

পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধা জানান, কোরবানির ঈদের সকাল থেকেই করপোরেশনের কর্মচারীরা কাজ শুরু করলেও মূল কাজ শুরু হয় দুপুর ২টা থেকে। এই কাজে ২০টি ট্রাক এবং অর্ধশতাধিক ভ্যান ও বক্স ভ্যানে মোট ৫ শতাধিক শ্রমিক নিয়োজিত রয়েছে।

তিনি আরও জানান, পূর্ববর্তী সময়ের থেকে এবারের সাধারণ জনগণ অনেকটা সচেতন। কেউ কেউ ‌নি‌জেরাই প‌রিষ্কা‌রের কাজ‌টি কর‌লেও অ‌নে‌কেই বর্জ্য ড্রে‌নে ফেল‌ছেন। এ‌তে ক‌রে ড্রে‌নেজ ব্যবস্থায় সমস্যা দেখা দি‌লে জলাবদ্ধতার সৃ‌ষ্টি হ‌তে পা‌রে। এগুলো পরে পরিষ্কার করা হবে।

দীপক বলেন, বৃহস্পতিবারের (২৩ আগস্ট) প্রথমার্ধের মধ্যে সিটি করপোরেশনের সব ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য অপসারণ সম্ভব হবে।

উল্লেখ্য, কোরবানির ঈদে বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে পশু জবাইয়ের জন্য ১৩৫টি স্থান নির্ধারণ করা হয়েছে। এর আগে বর্জ্য অপসারণের জন্য প্রতিটি স্থানে ব্লি‌চিং পাউডার ও ব্যাগ সরবরাহ করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

বাংলা‌দেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট, ২২, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।